অবতক খবর,২০ নভেম্বর: কালীপুজোর পর থেকে বহু মানুষ ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়েছে নৈহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে মালাপাড়া থেকে শুরু করে গোবিন্দ সেন রোড এলাকার বাসিন্দাদের প্রত্যেকটি ঘরে ঘরে ডেঙ্গু তে আক্রান্ত। প্রত্যেকটি পরিবারের দু তিনজন করে ডেঙ্গু তে আক্রান্ত। কেউ কেউ সরকারি হাসপাতালে আবার কেউ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
আবার অনেকে বাড়িতে থেকে প্রাইভেট চিকিৎসকের কাছে চিকিৎসা করাচ্ছেন। কিন্তু এলাকায় মশার উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ এবং আতঙ্কেও রয়েছেন সকলে। এ বিষয়ে নৈহাটি পৌরসভার তরফ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠলো স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ।শুধুমাত্র পুজোর সময় মশা মারার তেল এবং ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ করা হয়েছিল।
কিন্তু ডেঙ্গু দমন করা সম্ভব হয়নি।ফলে চরম আতঙ্কে রয়েছে ওই এলাকার মানুষজন। অপরদিকে উক্ত এলাকার কাউন্সিলার সুশান্ত সরকার বলেন ডেঙ্গু সংক্রমণের জন্য রেল বিভাগকে দায়ী করেছেন।