অবতক খবর,২৮ সেপ্টেম্বর: ডিভিসির তিন লক্ষ কিউসেক জল ছাড়ার কারণে জলের তলায় পশ্চিমবাংলার ১২টি জেলার বিভিন্ন অঞ্চল।
হুগলি জেলার গোঘাট খানাকুল আরামবাগ পুড়শুড়া এখন জলের তলায়।
সেই বন্যা দুর্গত সাধারণ মানুষের হাতে ত্রাণ তুলে দেবার জন্য হুগলির নবগ্রাম থেকে থেকে ৬০ কিলোমিটার দূরে আরামবাগ খানাকুল পুরশুরার বিভিন্ন অঞ্চলে পত্রাণ সামগ্রী তুলে দেন শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শতদ্রু কর, এবং তার পাশাপাশি নবগ্রাম হীরালাল পাল তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বন্যার্তদের পাশে দাঁড়ানো
তারা জানান দীর্ঘ দশ দিন ধরে এই এলাকার সমস্ত মানুষ জলের তলায় বসবাস করছে পানীয় জল থেকে শুরু করে খাবার কোন কিছুই পাচ্ছেন না,
তাদের এই কষ্ট দেখেই আজকে আমাদের ত্রাণ পরিষেবা।
তার কারণেই আমরা হুগলির নবগ্রাম থেকে আজ এত দূরে এসেছি এই বন্যা দুর্গত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ।