সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ৪মে :: লকডাউনের ফলে কেন্দ্র ও রাজ্য সরকার রেশন ফ্রি করে দেওয়ায় মানুষ ডিজিটাল রেশনকার্ড পেতে আজ সকাল থেকেই শীতলকুচি ফুড সাপ্লাই অফিসে উপভোক্তাদের ভীড়ে ঠাসাঠাসি লাইন । সোস্যাল ডিস্ট্যান্সের বালাই নেই। প্রশাসনিক নজরদারি চোখে পড়লো না।

অফিস চত্ত্বরের ভীড়ের ছবি শীতলকুচির বিডিও ওয়াঙদি গ্যালপো ভুটিয়া, থানার ওসি কাজল সরকার এবং বিধায়ক হিতেন বর্মনকে জানানোর পর প্রশাসন দেরীতে হলেও ঘটানাস্থলে এসে মানুষের লাইনের দূরত্ব মেইনটেইন করেন। ফুড সাপ্লাই অফিসার ক্ষীরোদ চন্দ্র অধিকারীর কাছে নালিশ জানালেও তিনি বলেন আমি কি করবো।









