চলো আজ সতীমার মেলা, ডালিমতলায় যাই

ডালিমতলার গান
তমাল সাহা

হরিদাস হরিদাসী ডালিমতলায়
গাব্বু বাজে, গান বেঁধেছে একতারায়।

ডালিম দোলে হাওয়ায় হাওয়ায়
রে মন কি দেখিস ,আয় ছুটে আয়!

যদি ছুটতে পারো রে মন তেমন সহজ সোজা
ধরতে পারো, বুঝবে ফলে কেমন মজা!

ফলের ভেতর রসের দানা
কে জন তুমি রস জানো না!

জিভ জানো না সাধের চাবি
ভবের হাটে ঘোরের ছবি।

দিলাম তোরে ডালিম ভারী
দানা ভর্তি রসের হাঁড়ি।

এই দেহফল আগল ঢাকা
খুললেই দেখো আঁকাবাঁকা।

খুব সহজ তোর সাধন ভজন
সাজানো আপণ কর রে আপন।

আমার রসের হাঁড়ি যাক রে ফেটে
শোনো রে মন সৃজন ধরে মায়ের পেটে।

ওই তো আকাশ, তার পাবি দেখা
সঙ্গী সঙ্গ সাঙ্গ হলে স্বর্গ আঁকা।

রে মন ডালিমতলা নড়েচড়ে
সঙ্গী সঙ্গ সাঙ্গ করে প্রলয় ঝড়ে!

বুকে অমৃত তৈরি করে
সারা শরীরে আনন্দ ঝরে
রে বাউলানি! বাউল বলে,
এবার যা তুই সুখে মরে!