অবতক খবর , রণজিৎ যাদব ,উত্তর দিনাজপুর :- উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পাতনোর এলাকায় সিপিআইএম নেতার খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিপিএম নেতার বডি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, মৃত সিপিএম নেতার নাম মহম্মদ রফিক (৫৫)

তিনি দলের শাখা সম্পাদক ছিলেন বলে জানা গিয়েছে। আজ, সোমবার স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কের পাশে ফাঁকা জায়গায় তাঁর মৃতদেহটি দেখতে পায়।

স্থানীয়দের অনুমান , দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে রফিককে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিশ শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে।