রেজাউল করিম :: অবতক খবর :: মোথাবাড়ি :: ছোট্ট একটি গ্রাম রাজারাম টোলা। গ্রামে মাত্র ২৫ টি পরিবারের বসবাস । কার্যত বেশিরভাগ মানুষ শ্রমিক ও খেত খামারে কাজ করেন। মালদহ শহর থেকে প্রায় ৪০ কিমি দূরে মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর-২ গ্রামপঞ্চায়েতের গঙ্গা পার্শ্ববর্তী যুগলতলা সংলগ্ন এই গ্রাম । ক্রমশ জীবন-জীবিকা ও পড়াশোনার মাধ্যমে প্রায় মানুষ লড়াই সংগ্রাম করে আর্থিক স্বচ্ছলতা আনতে সচেষ্ট রয়েছেন। ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন । কর্ম আর লড়াই-সংগ্রাম করছেন। কিন্তু এক সড়ক দুর্ঘটনায় এই গ্রামের তিন জনের মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মৃতরা হলেন স্বপন মন্ডল (৪৫) মনোজ কুমার মন্ডল (২২) এরা নিজস্ব কাকাতো ভাই । আর একান্ত প্রতিবেশী আত্মীয় বাপি মন্ডল (১৮)। সকলেই শ্রমিক পরিবার।

গ্রামের মধ্যে মনোজ মণ্ডল সবচেয়ে উচ্চ শিক্ষিত ছিল । স্নাতক পাশ। গ্রামে রাস্তাঘাট বেহাল। গ্রামে গাড়ি ঢোকা কষ্ট সাধ্য। মৃতদেহ গ্রামে কাধে করে আনতে হয় এখনো। সে দিল্লি এয়ারপোর্ট একটি চাকরিতে যোগদান করার কথা ছিল কিন্তু এই দুর্ঘটনা সব স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল। বাবা শম্ভু লাল মন্ডল মা পুষ্পাঞ্জলি মন্ডল শোকে মর্ছা পড়ছেন। তিনজন গত সোমবার মুচিয়ায় ধান ও আমের চাষ কারবার দেখাশোনার জন্য শ্রমিকদের ছাতু দিতে। তিনজন বাইকে রওনা দেই। একটি ডাম্পার গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়। এই খবর গ্রামে পৌঁছাতেই সীমাহীন শোকে মুহ্যমান হয়ে পড়ে গ্রাম। অখিল মন্ডল দুই ভাইপোকে হারিয়ে দিশেহারা।
অখিল মন্ডল বলেন, আমরা বাকরুদ্ধ। এক সঙ্গে তিনজন দুর্ঘটনায় মৃত্যু এই প্রথম। কখনো দেখেনি । ভাইপো মনোজ মন্ডল দিল্লি এয়ারপোর্টে চাকরিতে যোগদান করার কথা ছিল আগামী ১০ জুন। লকডাউনের প্রাকমুহূর্তে যোগদান করতে যান কিন্তু লকডাউনে চালুর জন্য দিল্লিতে আটকে ছিলেন। ১৭ দিন হল মনোজের বাড়ি আসা এবং বাড়ি এসেই মনোজ স্থানীয় বাবুটোলা প্রাথমিক বিদ্যালয়ে ১৪ দিন করেন্টাইনে ছিলেন। মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। ১০ জুন দিল্লি পৌঁছে চাকরিতে যোগ দিত মনোজ।
প্রধান অঞ্জনা মন্ডল (সরকার) বলেন, সমব্যথী প্রকল্পে দু হাজার টাকা পাবেন। অন্যকোন সুযোগ সুবিধা যদি দেওয়া সম্ভবপর হয় অবশ্যই শোকাহত পরিবারকে দেবেন আশ্বাস দেন। এদিন স্থানীয় তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি জাকির হোসেন ওই শোকাহত পরিবারে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। মৃত পরিবারগুলিকে সরকারী নিয়ম মেনে কোন সহযোগিতা করা যায় কিনা তা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন ।









