অবতক খবর,২৬ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: ডাম্পারের সাথে মোটরবাইকের সংঘর্ষের ঘটনায় আহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ডাম্পার চালককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। আটক করা হয়েছে ডাম্পারটিও । ধৃত সুরঞ্জন মন্ডল নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা। মন্তেশ্বর থানা সত্রে জানা গিয়েছে, শনিবার বিকাল নাগাদ ডাম্পারের সাথে মোটরবাইকের সংঘর্ষের

আহত হয়েছিলেন দুইজন মোটরবাইক আরোহী।

দুর্ঘটনাটি ঘটেছিল বর্ধমান -নবদ্বীপ রাস্তায় রাইগ্রাম বাজার সংলগ্ন মোড়ের কাছে। জানা গেছে ধাত্রীগ্রাম থেকে দুই মোটরবাইক আরোহীর নাদনঘাট ব্রিজ হয়ে কুসুমগ্রামের দিকে এ আসছিলেন। রাই গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটলে দুর্ঘটনাটি ঘটে। মাথায় ও পায়ে আঘাত লাগে তাদের ।আহত হন দুই মোটর বাইক আরোহী। স্থানীয় মানুষজনের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আঘাত গুরুতর ও থাকায় দুইজনকেই বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে একজন এখনও বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। ধাত্রীগ্রামের বাসিন্দা আহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে মন্তেশ্বর থানা ওই ডাম্পার চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যাবেলায় ডাম্পার চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে রবিবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।