অবতক খবর,২২ ডিসেম্বর: ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি সূর্যদের উদ্যোগে এলাকার দুস্থ গরিব মানুষদের হাতে শীত বস্ত্র উপহার তুলে দেয়া হলো, মোট ৩৫০ জন মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হলো , এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা পরিষদের শিক্ষার কর্মদক্ষ সুবীর মুখার্জি, ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সাবনাম, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, সহ একাধিক কাউন্সিলর গণ, সূর্য দে বলেন যখন পৌর পিতা ছিলাম না তখনও মানুষের কাজ করেছি আজও মানুষের জন্য কাজ করছি এবং আগামী দিনেও এভাবে কাজ করে যাব ।