অবতক খবর,২৬ ডিসেম্বর: ডাকাতের ছোড়া গুলিতে মোটরবাইকের লুকিং গ্লাস চুরমার হয়েছে।আরপার হয়েছে গুলি। ডান দিকের লুকিং গ্লাসটি ঝাঝরা হয়েছে।প্রান রক্ষা পেয়েছে এক যুবক।
সোমবার সন্ধ্যায় চাঁচলে সোনার দোকানে ডাকাতি করার পর দুষ্কৃতিরা পালানোর সময় পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তারমধ্যে ৩০ ফিট দুরে থাকা কল্যান দত্ত নামে এক যুবকের বাইক রাখা ছিল।সেই বাইকে গুলি লাগে। রোমহর্ষক ঘটনায় সাক্ষী থাকলো গোটা চাঁচল এলাকার।এখনও পর্যন্ত চাঁচলের দোকান মালিক আতঙ্ক দোকান খুলেনী।
সকলে নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন।
মূলত চাঁচল এলাকা বিহার ও উত্তর দিনাজপুর সীমান্ত এলাকা। ঘটনাস্থল থেকে ১২ কিমি পেরিয়েই স্বরুপগঞ্জ নাকা।নাকা পার করলেই বিহারের আবাদপুর থানা এলাকা।অন্যদিকে ১২ কিমি দুরত্বে মাধবপুর এলাকা।সেই সীমান্ত পার করলেই উত্তর দিনাজপুরের ইটাহার থানা এলাকা।ডাকাতরা সীমান্ত এলাকা পার হয়ে যেতে পারে অনেকে অনুমান করছেন।
যদিও চাঁচল থানার পুলিশ সমস্ত নাকাতে জোরদার নিরাপত্তা দিয়েছে।প্রতিবেশী থানা গুলিকেও সতর্ক করা হয়েছে।