অবতক খবর :: শিলিগুড়ি ::     ডাকাতির ঘটনায় ধৃত তিনজন। জানা গেছে, শুক্রবার রাতে নৌকাঘাট হনুমান মন্দির এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ১৫ জন দুষ্কৃতি। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের গাড়ি দেখে পালিয়ে যায় ১২ জন। তবে ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ধৃত ৩ জনের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম। অভিযুক্ত ৩ জনকেই শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। বাকি অভিযুক্তদের খোঁজ শুরু করেছে এনজেপি থানার পুলিশ।