অবতক খবর,২৩ জুন: আজ ব‍্যারাকপুর সাংগঠনিক জেলার এস.সি মোর্চার পক্ষ থেকে ডাঃ শ্যামা প্রসাদ মুখার্জীর ৬৮তম বলিদান দিবস পালন করা হল কাঁচরাপাড়ার ডাঃশ্যামা প্রাসাদ মুখার্জী ভবনে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য এস.সি মোর্চার সভাপতি দুলাল বর, ব‍্যারাকপুর সাংগঠনিক জেলার এস.সি মোর্চা সভাপতি হীরা মন্ডল, বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায়, কাঁচরাপাড়া মন্ডলের যুব নেতা সোনু সিং,শেখর, ছোটন। এছাড়াও উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন হালিশহর মন্ডলের প্রাক্তণ সভাপতি সভাপতি দেবাশীষ মজুমদার, দিব্যেন্দু রায়,কাঁচরাপাড়া মন্ডলের প্রাক্তণ সভাপতি সমর দাস সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা। তাঁরা প্রত্যেকেই ডাঃ শ্যামা প্রসাদ মুখার্জীর উদ্দেশ্যে নিজ নিজ বক্তব্য রাখেন।