এমপি হয়েছেন কঙ্গনা রানওয়াত–
কৃষক জননীকে করেছিলেন অপমান
আন্দোলনকারী কৃষকদের বলেছিলেন খালিস্তানি।
প্রতিবাদে প্রতিশোধ নিলেন
কুলবিন্দার কৌর
কষালেন চড় বাঘিনী জওয়ানি!

ঠাস
তমাল সাহা

জননীকে অপমান করো
সাচ্চা আন্দোলনে অবস্থানে বসেছে জননী
তাকে বলো একশো দুশো টাকার পণ্য
নারীর গর্ভেই নারীর জন্ম
এটা তুমি জানো না, এতই জঘন্য!

পুরুষ শব্দটিতে পুংলিঙ্গের মাহাত্ম্য থাকলেও
পৌরুষ শব্দটিতে অন্য ব্যঞ্জনা।
ভাববাচক বিশেষ্য অনুভবে বোঝা যায়
দৃশ্যমান হয় যখন কাতরে ওঠে বেদনা।

নারী জানে নারীর সম্মান
নারী বোঝে জননীর অপমান
এবার কেমন জব্দ?
ঠাস্ বাংলাভাষায় শ্রুতিময় একটি ধ্বন্যাত্মক শব্দ!

পাঁচ আঙ্গুলের একটি দাগ
চিরস্মরণীয় হয়ে থাকবে জননীর প্রতি জাতকের অনুরাগ।