অবতক খবর,১ মার্চ: ঠাকুর শ্রী রামকৃষ্ণের ১৯০ তম জন্মতিথি উদযাপন হল মুর্শিদাবাদের মহুরাকান্দি রামকৃষ্ণ আশ্রমে। বেলুড় মঠের রীতি ও নীতি মেনে ভোর থেকে মঙ্গল আরতির মাধ্যমে শুরু করে হোম যজ্ঞ আরতি বিশেষ অমৃত কথা সহ প্রসাদ বিতরণ এর মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ১৯০ তম জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে রামকৃষ্ণ আশ্রম।
মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের মহুরাকান্দি গ্রামের এই রামকৃষ্ণ ও শ্রী বিবেকানন্দ আশ্রম স্থাপিত হয় ২০০৬ সালে তারপর থেকেই প্রত্যেক বছর আজকের এই দিনটি উদযাপন হয়ে থাকে এই আশ্বমে এ বছর হলো না অন্যথা, বেলুড় মঠে ঠিক চেয়েছে যে রীতি ওনীতি মেনে আজকের এই দিন উদযাপন চলছে একইভাবেই মহুরাকান্দি রামকৃষ্ণ আশ্রমেও আজকের এই বিশেষ দিন উদযাপিত করা হলো।