অবতক খবর,১৬ নভেম্বর: ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এলেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি তথা ভারতের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়নের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আঠাবলে । ঠাকুরবাড়িতে এসে প্রথমে তিনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন । এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন নদীয়ার হরিণঘাটা তে সামাজিক অধিকারীত শিবিরের আয়োজন করা হয়েছে । যেখানে প্রতিবন্ধীদের হুইল চেয়ার সহ প্রয়োজনীয় সরঞ্জাম দেয়া হবে ।
মতুয়াদের নাগরিকত্ব বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ” মতুয়াদের নাগরিকত্বের দাবি অনেক দিনের । তার জন্য কেন্দ্রীয় সরকার এবং শান্তনু ঠাকুর ও চেষ্টা করছেন । ২৪শে লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু হতে পারে । এটা নিয়ে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের ভাবা উচিত ” । এরপর তিনি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক করেন ।