অবতক খবর,১৫ জানুয়ারি: ঠাকুরনগরের হরিচাঁদ মন্দির পরিষ্কার করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ।
স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসাবে এদিন ঠাকুরনগর হরিচাঁদ মন্দির পরিষ্কার করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সঙ্গে উপস্থিত ছিলেন বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল।
হরিচাঁদ মন্দির পরিষ্কার করবার পরে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন আজ সারা ভারতজুড়ে মন্দির পরিষ্কারের প্রক্রিয়া চলছে এটা স্বচ্ছ ভারতের একটা পার্ট । আমাদের মন্দির পরিষ্কার করা উচিত । মন্দির পরিষ্কার করা মানে নিজের মন পরিষ্কার করা ।