অবতক খবর,৩১ আগস্টঃ নৈহাটি জিআরপি থানা ট্রেনের নিত্য যাত্রীদের পাশে থাকার বার্তা আর একবার উঠে আসলো। ট্রেনে ওঠা নামার সময় অসাবধনতার সুযোগ নিয়ে কিছু অসাধু চক্রের জড়িত লোক ট্রেনের যাত্রীদের থেকে মোবাইল ফোন গুলি নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ সব সময় উঠে আসে।
বাধ্য হয়ে ট্রেনের নিত্য যাত্রীদের খোওয়া যাওয়া মোবাইল ফোনগুলির হদিশ পেতে জিআরপির পুলিশের শরণাপন্ন হয়। এই রকমই অভিযোগ পেয়ে নৈহাটি জিআরপি থানা 14 টি মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দিতে সক্ষম হল। প্রাপকেরা অতি স্বল্প সময়ে মোবাইল ফোনগুলি তাদের নিজেদের হাতে পেয়ে প্রশাসনের এই তৎপরতার জন্য সাধুবাদ জানানোর পাশাপাশি নিজেরাও তারা উচ্ছ্বাসিত।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নৈহাটি জিআরপি থানার ইন্সপেক্টর ইনচার্জ বাসুদেব মল্লিক জানান ট্রেনে ওঠা এবং নামার সময় সর্তকতা অবলম্বন করলে এই ধরনের ঘটনা থেকে বিরত থাকা যাবে।