অবতক খবর,২৯ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:  টোটোর সঙ্গে ট্রাকের ধাক্কায় আহত টোটো চালকসহ পাঁচজন টোটোর যাত্রী।
টোটোর পিছনে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আহত হলেন টোটো চালকসহ টোটোয় থাকা পাঁচজন যাত্রী। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর পুটশুড়ি রাস্তায় দেনুড মোড সংলগ্ন এলাকায়। জানা যায় একটি টোটো পাঁচজন যাত্রী নিয়ে পুটশুড়ি থেকে মন্তেশ্বরের দিকে আসছিল।

সে সময় পিছন থেকে আসা ৬ চাকার একটি ট্রাক দ্রুত গতিতে এসে টোটো টিকে ধাক্কা মারে। উল্টে যায় টোটোটি। টোটো চালকসহ পাঁচজন যাত্রী রাস্তায় ছিটকে পড়ে আহত হয় টোটো চালকসহ মোট ছয় জন । তড়িঘড়ি স্থানীয় মানুষ জন আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। আঘাত গুরু থাকায় টোটো চালকসহ দুই মহিলাকে বর্ধমান হাসপাতালে পাঠান চিকিৎসকরা।