অবতক খবর :: শিলিগুড়ি ::   বিক্রি হচ্ছে ফুলগাছ তাও টোটোতে। শিলিগুড়ির বিভিন্ন এলাকাতে টোটোতে করে বিক্রি হচ্ছে মাছ,সবজী এবং ডিম এমনকি ফুল এবং ফলও। সকাল থেকেই বের হচ্ছেন তারা। জিজ্ঞাসা করলেই বলছেন কি করবো। কিছু তো করতে হবে।

শিলিগুড়ি কেন গোটা উত্তরবঙ্গতেই টোটোচালকেরা অন্য ব্যাবসাতে নিজেদের নিয়োগ করে দিয়েছেন। এদিকে টোটোওয়ালাদের এই ব্যাবসাতে খুশি নন সবজী এবং মাছের ব্যাবসায়ীরা তারা এ ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন।