অবতক খবর : আজ পাঁচদিন ধরে টিটাগড় পৌরসভার অস্থায়ী কর্মীরা আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, তাদের অস্থায়ী থেকে স্থায়ী করতে হবে। সম্প্রতি টিটাগড় পৌরসভায় নোটিশ জারি করা হয়েছিল ২৫০ জন স্থায়ী কর্মী নিয়োগ করা হবে। নোটিশ অনুযায়ী নিয়োগও হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই নিয়োগগুলি হয়েছে। আর এই অভিযোগ করছেন পৌরসভার প্রায় ২০০ জন অস্থায়ী কর্মচারীরা। তারা বলছেন, বছরের পর বছর অস্থায়ীভাবে পৌরসভার কাজ তারা করে চলেছেন। কিন্তু হঠাৎ নোটিশ জারি করে টাকার বিনিময়ে স্থায়ী কর্মী নিয়োগ করা হল, এটা তারা মেনে নেবেন না। সেই কারণেই তারা দাবি জানিয়েছেন অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করতে হবে। তাদের আন্দোলন আজ পঞ্চম দিনে পড়লেও নজর নেই পৌর প্রশাসনের। তাদের আরও দাবি, পৌরপ্রধান এবং উপ পৌরপ্রধানকে তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। অন্যদিকে এই পৌরসভায় তৃণমূলের যে শ্রমিক সংগঠন রয়েছে, শ্রমিক সংগঠনের নেতা মল্লিক বাবু জানান, ‘আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু পাঁচদিন ধরে পৌরসভায় সমস্ত কাজকর্ম বন্ধ থাকা সত্ত্বেও পৌর প্রশাসনের তরফ থেকে কেউই আমাদের সঙ্গে আলোচনায় এখনো পর্যন্ত বসেনি। এইভাবে অর্থের বিনিময়ে নিয়োগ আমরা কোনোভাবেই মেনে নেব না। যতদিন না অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হবে ততদিন এই আন্দোলন চলবে।’ তারা আরও অভিযোগ করেছেন, পৌর প্রধান এবং উপ পৌরপ্রধান লক্ষ লক্ষ টাকার নিয়ে পৌরসভার স্থায়ী কর্মচারী নিয়োগ করিয়েছেন।