অবতক খবর,২৭ জানুয়ারি: শনিবার বেলার দিকে টিটাগড় ওয়াগান কারখানায় আচমকা আগুন লাগে। জানা গিয়েছে, মজুত থাকা কেমিক্যাল মিশ্রিত রঙের কৌটতে প্রথমে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী বড় ট্রাকে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।
আগুনের ধোঁয়া কারখানার আশেপাশে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বাসিন্দারা ভয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় কাউন্সিলর ওমপ্ৰকাশ সাউ জানন, গ্যাস কাটার লোহার পাত কাটিং করার কাজ চলছিল। সেই সময় কেমিক্যাল মিশ্রিত রঙের কৌটতে আগুন লাগে। দমকল এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে কিছুক্ষনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।