অবতক খবর,৮ জুন: টিউশন পড়ে বাড়ি ফেরার পথে গঙ্গায় নেমে নিখোঁজ দুই পড়ুয়া। তার মধ্যে একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বহরমপুরের নিয়াল্লিশপাড়া ঘাটের ঘটনা । পরিবারের দাবি, নিখোঁজ ওই দুই পড়ুয়ার নাম সোহম ঠাকুর ও অর্ঘদীপ মিশ্র। তারা চার জন বন্ধু মিলে ভাগীরথীতে স্নান করতে নামে। তখনই জলের তোড়ে ভেসে যায় বলে দাবি। সঙ্গে থাকা অপর দুজন পরিবারের কাছে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
ABTAK EXCLUSIVE