অবতক খবর,১২ ফেব্রুয়ারী :  নেদারল্যান্ড, কাশ্মীর বিখ্যাত টিউলিপ ফুলের জন্য। আর সেই টিউলিপ ফুটিয়ে তাক লাগালেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার বাসিন্দা রুপেশ দাস। তিনি তার বাগানে বিভিন্ন প্রজাতির ছয়টি রং এর টিউলিপ ফুল ফুটিয়েছেন। ফুলগুলি আকারে এবং সৌন্দর্য্যে কাশ্মীরের টিউলিপ থেকে কোনও অংশে কম নয়।তার বাগানের টিউলিপ এখন বেলডাঙ্গার আকর্ষণের অন্যতম কেন্দ্র।

তিনি এই টিউলিপ গাছের কন্দ গুলো কাশ্মীর থেকে অনলাইনে এনেছিলেন। তারপর বিশেষ কিছু পরিচর্যায় তার ছোট্ট বাগান এখন ‘ ভূস্বর্গ’ হয়ে উঠেছে। পেশায় শিক্ষক রূপেশ বাবু নিত্যনতুন উদ্ভিদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন। বিগত দুই বছর ধরে তিনি তার বাগানে হিমাচলের সুস্বাদু আপেল ফলিয়েছেন। এছাড়াও কাশ্মীরের কেশরও ( জাফরান) ফুটিয়েছেন। তাছাড়া তার বাগানে রয়েছে আরও অনেক প্রজাতির ফুল ও ফল।অদূর ভবিষ্যতে মুর্শিদাবাদে একটি বড় টিউলিপ বাগান তৈরির ইচ্ছা তিনি প্রকাশ করেছেন।