অবতক খবর,৬মে: টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে রয়েছে আরও বড় শাহাজাহান এমনটাই বললেন পাপিয়া অধিকারী।
যদিও তিনি বলেন টালিগঞ্জ ফ্লিম ইন্ডাস্ট্রি এখনও ইন্ডাস্ট্রির মরজাদা পায়নি এখনও ট্রেন্ড হয়ে রয়েছে। আর সরুপ বিশ্বাস রা হচ্ছে সব শাহাজান। আর এই সব হয়েই বহু পুরনো প্রডুসাররা হারিয়ে গেছে।
সায়নি ঘোষ কে যদি যাদবপুরের মানুষ ভুল করেও ভোট দেয় তা হলে পাপিয়া অধিকারির সন্দেহ থাকবে।তা ছাড়া সায়নিকে মুর্খ্য বলেন তিনি।
দিদি নাম্বার ওয়ান থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন, তিনি যা করছেন তা কমিডি শোকেও হার মানায়। রচনা কে এই ভাবেই এক হাত নিলেন পাপিয়া অধিকারী।
অর্জুন সিংয়ের হয়ে প্রচারে এসে নারায়ণপুরে এমন কথাই বলেন তিনি।