অবতক খবর,মালদা;সানু ইসলাম;২৪সেপ্টেম্বর: টানা ৩ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। জলযন্ত্রণায় নাজেহাল এলাকাবাসী।বৃষ্টির ফলে সামনে এসেছে এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশা। তাই নিকাশি সমস্যা সমাধানের দাবিতে এবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। রবিবার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের মস্তানরোড এলাকায় কুশিদাগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষের। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিকাশির জন্য কোনো কাজ করা হয়নি।এলাকায় নেই ড্রেন বা নর্দমা।একাধিকবার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষের দ্বারস্থ হয়েও হয়নি সুরাহা। তিন দিনের টানা বৃষ্টিতে সমগ্র এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।নিকাশি না থাকায় জল নামছে না এলাকা থেকে।যেন দুয়ারে বন্যা পরিস্থিতি। তাই সমস্যা সমাধানের দাবিতে এবার বিক্ষোভের পথ বেছে নিল এলাকাবাসী। বিক্ষোভের ফলে যানজট সৃষ্টি হয় রাজ্য সড়কে। ঘটনাস্থলে পৌছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।যদিও তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বর্তমান শাসক শিবির অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে।বর্তমানে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত রয়েছে জোটের দখলে। পঞ্চায়েত প্রধানের স্বামী দিল রোজের দাবি,” গত পাঁচ বছরে কোন কাজ করেনি তৃণমূল। তাই এত সমস্যা। দ্রুত নিকাশি সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।