আজ বারুদ বালক, বোমারু কিশোর ক্ষুদিরাম বসুর জন্মদিবস।

টাগ অফ ওয়ার
তমাল সাহা

টাগ অফ ওয়ার—
দড়ি টানাটানি খেলায়
দুদিকে দাঁড়িয়ে সব পালোয়ান।
সবাই পেশীশক্তির জোরে
দড়ি টেনে নিয়ে যেতে চায়
নিজের দিকে।
হাই মারো! মারো টান!

দূরে দাঁড়িয়ে সেই বালক দেখে
এইসব মজাদার খেলা।
চোখভর্তি স্বপ্ন তার আভাস পায়,
পরাধীন সূর্য বুঝি অস্তমিত হয়!
দড়ি টানাটানির মধ্যেই লুকিয়ে আছে জয়পরাজয়।

ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বালক দেখে
সেই বিশাল শক্ত কাছি-দড়ি।
বালক সোচ্চারে বলে,
বন্দে মাতরম!
এসো লড়াই করেই বাঁচি-মরি।

বালক তাকিয়ে থাকে
কত প্যাঁচ রজ্জুতে, মোম ঘষা তাতে।
প্রণাম জানিয়ে বালক
রজ্জুফাঁস গলদেশে পরে নেয় দু’হাতে।

হ্যাঁচকা টান—
ফাঁসির পাটাতন, কুয়ো, হয়তো বা
প্রবীণ কোনো রোমশ জল্লাদ
ফেলেছিল নীরব অশ্রুজল।
পদতলে শ্রদ্ধা জানায়
কোত্থেকে ছুটে এলো
এতো চেনা-অচেনা ফুলের দল!

ছড়িয়ে পড়ল সংবাদ গ্ৰাম থেকে গ্ৰাম।
ওই তো দেখা যায় গলায় ফাঁসির দাগ….
বোমা হাতে ছুটছে আরেক ক্ষুদিরাম।