অবতক খবর,১লা জানুয়ারি: টাকার বিনিময়ে বিদেশি ডলার পাইয়ে দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বীজপুর থানার পুলিশ। বুধবার সকালে ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। ধৃতরা হল রাজু বিশ্বাস ও আফতাব করাদি। রাজুর বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরপুরে এবং আফতাবের বাড়ি বাংলাদেশে। পুলিশ জানিয়েছে গত মঙ্গলবার রাতে কাঁচরাপাড়া মণ্ডল বাজার এলাকায় টাকার বিনিময়ে বিদেশি মুদ্রা দেওয়ার নাম করে নদীয়া জেলার তাঁত শিল্পী আকবর শেখকে ডেকে পাঠায় ধৃত দুই ব্যক্তি।

সেখানে এক লাখ টাকার বিনিময়ে সউদি আরবের একটি মুদ্রা ও টিনের কিছু কয়েন দিয়ে এলাকা ছাড়ে। কিছুক্ষণ বাদে ওই ব্যক্তি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বীজপুর থানার দ্বারস্থ হন। অভিযুক্তদের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বীজপুর থানার পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা, টিনের কয়েক তৈরির কাঁচি সহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করে। এই চক্র আর কেউ জড়িত আছে কি না জানতে চেয়ে পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।