অবতক খবর,১২ জানুয়ারি,ইসলামপুর: টাউন যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাস টার্মিনাস চত্বরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ দে সরকার ,সহ ইসলামপুর পৌরসভার কাউন্সিলর হাজী মোজাফফর, সহ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রম দাস সহ বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগারওয়াল বলেন আজকের স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকের এই দিনটি যুব দিবস হিসেবে পালিত হয়। এবং আজকের এই দিনেই টাউন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ।
তিনি বলেন যারা আজকে এখানে রক্তদান করলেন তাদের প্রত্যেককে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ ।

টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিক্রম দাস বলেন,
ইসলামপুরের যুবরায় পারে রক্ত সংকট দূর করতে, তাই ক্যালেন্ডার তৈরি করে রক্তদান শিবিরের আয়োজন করার কথা তিনি বললেন। তিনি বলেন ভেদাভেদ ভুলে রক্তদান করতে হবে।