অবতক খবর,৩ জুন: ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীকে রক্ষা কবজ দিলেন কলকাতা হাইকোর্ট ।

সোমবার বিচারপতি অমৃতা সিঙের নির্দেশে ,আগামী ২১জুন পর্যন্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে
পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবেন না ।পাশাপাশি আদালত আরো জানান গড়বেতা থানায় দায়ের হওয়া এফআইআর এর উপর আপাতত স্থগিতাদেশ থাকবে ।

উল্লেখ্য , গত ২৫মে ঝাড়গ্রাম কেন্দ্রে ভোটগ্রহণ ছিল ।সেইদিন কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর
প্রকাশ্যে এসেছিলো ।গড়বেতায় ভোট পরিস্থিতি দেখে বুথে যাওয়ার সময় আক্রান্ত হন প্রনত ।তার দাবি তৃণমূলের কিছু দুষ্কৃতী চড়াও হয়
তার উপর ।তাকে লক্ষ করে ,ইঁট,পাথর ছোড়া হয় আর তাতেই তার মাথা ফাটে ।

যদিওবা এই প্রসঙ্গকে ,উড়িয়ে দিয়ে শাসকদল জানান,গড়বেতায় ভোটারদের প্রবাহিত করার চেষ্টা করেছিলেন বিজেপি ।তাদের নেতাদের হুমকি দিচ্ছিলেন ।
তাই সঙ্গবদ্ধ ভাবে তারা প্রতিবাদ করেছেন ।এই ঘটনায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগে গড়বেতা থানায় মামলা দায়ের হয়েছিল ।
এরপরে ওই মামলার খারিচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রণত
স্থানীয় সূত্রের খবর ,হাইকোর্ট পর্যবেক্ষণে মামলাকারী একজন প্রার্থী বলেন গণনার দিন তার উপস্থিতি প্রজনীয়তা পড়তে পারে ।তাই আপাতত ওই মামলায় পুলিশকে নিষ্ক্রিয় থাকতে হবে ।আগামী ১৮জুন এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে ।