অবতক খবর , অভিষেক দাস, মালদা:- ঝাড়ু কোদাল নিয়ে জঞ্জাল সাফ করতে ময়দানে নেমে পড়লেন খোদ মহকুমা শাসক। তার সাফাই অভিযানে হাত লাগিয়েছেন ব্লক আধিকারি ও চাচল থানার পুলিশ আধিকারিক।

এদিন সকালে চাচোলের ফুটবল স্টেডিয়ামের এমনটাই দেখা গেল। দীর্ঘদিন ধরে চাচল ফুটবল স্টেডিয়াম নোংরা আবর্জনায় জঙ্গল হয়ে পড়েছিল।

এর আগে ওই ফুটবল স্টেডিয়াম নিয়ে একটি প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল স্টেডিয়ামকে জঞ্জালমুক্ত ,পর্যাপ্ত আলোর সৌন্দর্যায়ন গড়ে তোলা হবে।

কিছুদিন আগেই ফুটবল স্টেডিয়াম বেশ কয়েকটি উচ্চ বাতিস্তম্ভ লাগানো হয়েছে। কবে স্টেডিয়ামের ব্লগগুলিতে নোংরা আবর্জনায় ভরে থাকার ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছিল প্রাতঃভ্রমণকালে থেকে শুরু করে খেলোয়াড়দের।

তাই এদিন স্টেডিয়াম সমগ্র চত্বরে ঝাড়ু কোদাল হাতে নিয়ে জঞ্জালমুক্ত করতে দেখা যায় চাচোল এর মহাকুমা শাসক সঞ্জয় পাল , চাচোল ব্লকের বিডিও সমিরন ভট্টাচার্য ও চাচল থানার আইসি সুকুমার ঘোষ কে।