অবতক খবর,২৯ সেপ্টেম্বরঃ শুক্রবার সকাল ১১ টায় খড়গপুরে দিনেদুপুরে গুলি করে সোনার দোকানের ডাকাতি চেষ্টা চালিয়েছিল একটি ডাকাতের দল। তবে তাদের শেষ রক্ষা হলো না। ঝাড়গ্রাম জেলা পুলিশের হাতে ধরা পরল পাঁচজন ডাকাত। খড়্গপুরের ডাকাতির ঘটনা হওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের মারফত ঝাড়গ্রাম জেলা পুলিশের কাছে খবর আসে। তারপরেই ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় না নাকা চেকিং চালু করা হয়। নাকা চেকিং চালানোর সময় গোপীবল্লভপুরের রানটুয়া এলাকায় ওই ডাকাতের দল পুলিশের নাকা চেকিং দেখতে পেয়ে দুষ্কৃতীরা গাড়ি রেখে চম্পট দেয়। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে এলাকায় তল্লাশি শুরু হয়। মাত্র ৫ ঘণ্টার মধ্যেই পুলিশের গ্রেফতার করে ৫ জন ডাকাত কে। পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত রানটুয়া এলাকায় এদিন পুলিশের জালে ধরা পড়ে ৫ জন ডাকাত। পুলিশ সূত্রে জানা গেছে ওই পাঁচজন ডাকাতকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তবে খুব কম সময়ের মধ্যে পুলিশের এই সাফল্যতে খুশি সাধারণ মানুষ।