অবতক খবর,৩০ অক্টোবর: প্রায়শই আর টি ও আধিকারিকদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে গাড়ি চালকদের হেনস্থা করার অভিযোগ উঠে আসে আবারো আর টি ও লেখা গাড়ির মধ্যে থাকা কিছু আধিকারিক দের বিরুদ্ধে
বাস চালক সহ বাসের যাত্রীদের হেনস্থা করার অভিযোগ উঠে এলো ।

অভিযোগ অনুযায়ী, জানাজায় যে কিছু আরটিও অফিসার ডুবু-ডিহি চেক পোস্টে একটি যাত্রীবাহী বাসকে আটক করে সেখানে
বাসের কাগজ দেখার নাম করে চালকের উপর শারীরিক নির্যাতন চালায় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়। যাত্রীদের অভিযোগ অনুযায়ী ওই সরকারি অফিসাররা বাসটিকে দীর্ঘ সময় ধরে আটক করে রাখে তারপর তারা চালকের সাথে দুর্ব্যবহার করে এবং যাত্রীদেরকেও হয়রানি করে। এর ফলে বাসে থাকা যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অফিসারদের এই আচরণ যাত্রীদের ভ্রমণে চরম বিঘ্ন ঘটিয়েছে।বাসের মধ্যে থাকা ছোট শিশু ,মহিলা ও প্রবীণ যাত্রীরা এই ঘটনার জন্য ভীষণ অসুবিধার সম্মুখীন হয়েছেন।
এরপরেই এই ঘটনার প্রতিবাদে অসানসোল বাস স্ট্যান্ডে যাত্রীরা বিক্ষোভ দেখান।তারা আর টি ও অফিসারদের এই অমানবিক আচরণকে
অন্যায় বলে দাবি করেছেন।বিক্ষোভ কারীরা জানান এটি শুধু একটি ড্রাইভারের ওপর আঘাত নয়,বরং সমস্ত যাত্রীদের প্রতি অবমাননা।
যাত্রীরা সরকারের কাছে এই ঘটনার জন্য সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।তাদের মতে, এই ধরনের ঘটনা পরিবহন ব্যবস্থার উপর আস্থা কমিয়ে দিচ্ছে এবং এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এবিষয়ে রাজু আলু ওয়ালিয়া জানান যে এই ঘটনার তীব্র ধিক্কার জানান এবং ঘটনাটি মাননীয় মন্ত্রী মলয় ঘটকের কাছে জানানো হবে ।যে এম বি আই ভুল করেছে তাদের শাস্তির দাবী জানিয়েছেন ।তিনি জানান আমাদের নেত্রী মমতা ব্যানার্জি,সাধারণ মানুষের স্বার্থে কাজ করে
এভাবে যারা সাধারণ মানুষকে হেনস্থ করবে তাদের বরদাস্ত করবে না তাতে যতবড়ই আধিকারিক হোক না কেন তারবিরুদ্ধে লিগ্যাল একেশন নেওয়া হবে। তাই এই ধরনের অন্যায় মেনে নেওয়া যাবে না । 24 ঘণ্টার মধ্যে ঐ আধিকারিক কে গ্রেফতার করতে হবে ।

ঘটনাটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত করার জন্য অফিসারদের সাথে আলোচনার উদ্যোগ নিয়েছে।