অবতক খবর,৩০ এপ্রিলঃ গ্রীষ্মের এই প্রবল দাবদাহ থেকে ঝড়-বৃষ্টি মানুষকে স্বস্তি দিলেও শহর থেকে কিন্তু উঠে আসছে একের পর এক দুর্ঘটনার কথা। অর্থাৎ আজ রবিবার ছুটির দিনে সাময়িক যে ঝড় বৃষ্টি হলো তাতে একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছের ডাল।
প্রথম ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমার সংলগ্ন অঞ্চলে। ঝড় বৃষ্টির সময় হঠাৎই হুড়মুড়িয়ে একটি গাছের মোটা ডাল ভেঙে পড়ে একটি বাইকের উপর। এই ঘটনায় কারোর কোন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে ওই অঞ্চলের ব্যবসায়ীরা।