অবতক খবর,৪ আগস্ট,খড়গপুর: চার যুবক মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যেই গন্ডগোল করছিল রাস্তার উপরে এক পুলিশ কর্মী তাতে বাধা দেয় এবং ঝগড়ার কারণ জানতে চাইলে যুবকরা তার উপরেই চড়াও হয়। চার জন মিলে ব্যাপক মারধড় করে ওই এনভিএফ পুলিশ কর্মীকে আহত অবস্থায় তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের গোল বাজারে মুসলিন চক এলাকায়। খবর পেয়ে ছুটে আসে খড়গপুর টাউন থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের খুঁজে তল্লাশি শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। তবে রাস্তার উপরে পুলিশকে এইভাবে মারের ঘটনায় সাধারণত খড়্গপুর এর আগে দেখেনি তবে প্রশ্ন উঠছে তাহলে কি ফের সক্রিয় হচ্ছে মাফিয়া চক্র। পুলিশ কর্মী রামকৃষ্ণ মাহাতো জানিয়েছেন ৪ যুবক ঝগড়া করছিল আর তাতে বাধা দিতে গেলেই আমার উপরে চড়াও হয়, লাত ঘুষি দিয়ে আমাকে মারধর করা হয়।