অবতক খবর,২০ জানুয়ারি,জয়নগর: গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ জয়নগর থানার হোগলা এলাকা থেকে ১১০ গ্রাম হিরোইন সহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করে, আনুমানিক মূল্য এক লক্ষ টাকা,ধৃত তিন ব্যক্তি১) জহির উদ্দিন শেখ, ২) শামীম মন্ডল ৩) বাপ্পা শেখ ধৃত তিন ব্যক্তি নদীয়া জেলার বাসিন্দা, হিরোইন নিয়ে জয়নগর এলাকায় কোথায় বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল ঘটনা তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।ধৃত তিন ব্যক্তিকে আজ আলিপুর আদালতে তোলা হবে।