অবতক খবর,১২ জানুয়ারি: মাঝেমধ্যে এই খবরের শিরোনামে উঠে আসে ভাটপাড়া সহ বিস্তীর্ণ এলাকার নাম।অপরাধ জগতের সাথে নাম জড়িয়ে যায় ভাটপাড়ার। তবে তার মধ্যেও উঠে আসে নানান প্রতিভা। একটি সামাজিক সংস্থা জ্যোতি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই লাইব্রেরির মধ্য দিয়ে ভাটপাড়া সহ বিস্তীর্ণ অঞ্চলের পড়ুয়াদের চাকরিকে স্থায়ী জায়গায় পৌঁছাতে সাহায্য করছে।
ওই লাইব্রেরী থেকে নিজেদের সাবলীল করে বর্তমানে ৫২ জন রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন পদে নিয়োজিত হয়েছেন। এমনকি দেশের বিভিন্ন দায়িত্বপূর্ণ জায়গাতেও স্থান পেয়েছে বেশ কয়েকজন পড়ুয়া। আজ তাদেরই কর্মক্ষেত্রে আরও সফলতা কামনা করে সম্বর্ধনা দিল কাকিনাড়ার জ্যোতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং।সংগঠনের অন্যতম সদস্য প্রিয়াঙ্কু পান্ডে মূলত পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন।