অবতক খবর,৪ ডিসেম্বর: লক্ষাধিক টাকার সোনার চেন, দুল, আংটি, নেকলেস, গলার লকেট, শাখা পলা বাধানো উদ্ধার সহ তিন জনকে গ্রেপ্তার করল নিউ বারাকপুর থানার পুলিশ। নিউ বারাকপুর পুরসভার অন্তর্গত ১ নং ওয়ার্ডের কিশোর সংঘের কাছে একটি বাড়িতে গত দুর্গাপুজোর সময় বাড়ির সমস্ত লোকজন বাইরের রাজ্যে ঘুরতে গিয়েছিল।

সেইসময় ফাঁকা বাড়ি পেয়ে কিছু সোনার জিনিস চুরি হয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে হাবড়া থানার সুদিপ্ত দে (৩৬) এবং বারাসত থানার অলোক রায় (৫০) নামক দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া সোনার জিনিস পত্র উদ্ধার করে পুলিশ। অন্যদিকে বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ডঘর শহরপুর এলাকায় আরো একটি ফাকা বাড়িতে ভয়াবহ চুরির ঘটনায় পুলিশ তদন্তে নেমে নিউ বারাকপুর থেকে সোমনাথ তালুকদার (৪২)নামে এক যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে বেশ কিছু সোনার জিনিস পত্র উদ্ধার করে।

আসামী দের ব্যারাকপুর মহকুমা আদালতে জেল হেফাজতে পাঠান হয় এদিন। পুলিশ সূত্রে খবর উভয় আসামীর পূর্ববর্তী ক্রিমিনাল রেকর্ড রয়েছে। এবং আরো ও কোনও চুরি করেছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।