অবতক খবর,২৭ সেপ্টেম্বরঃ গত ৮ই সেপ্টেম্বর রানীনগর থানা ভাঙচুর এবং রানীনগর ২ ব্লক তৃণমূল কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনায় অভিযুক্ত হিসেবে রাণীনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলীকে গ্রেপ্তার করে পুলিশ। ৯ই সেপ্টেম্বর তাকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অবশেষে ১৮ দিনের মাথায় জেল থেকে ছাড়া পেলেন কুদ্দুস আলী। গতকাল কলকাতা হাইকোর্ট কুদ্দুস আলীকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দেয়। মঙ্গলবার দুপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার সঙ্গে লালবাগ উপ সংশোধনাগারে দেখা করতে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা হাইকোর্টের নির্দেশে জেল থেকে ছাড়া পেলেন রানীনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী। তিনি অভিযোগ করেন, তৃণমূলে যোগ না দেওয়াই তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে পুলিশ।