অবতক খবর,৯ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: রাজ্য ধান ব্যবসায়ী সমিতির মন্তেশ্বর মালডাঙ্গা জোনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

পশ্চিমবঙ্গ রাজ্য ধান ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা মন্তেশ্বর মালডাঙ্গা জোনের সম্পাদক মিলন পাঁজা , সুখেন্দু মন্ডল, জয়দেব গণ, টুটুল কুন্ডু রমেশ দে রা জানান পূর্ব বর্ধমান জেলার কমিটির বর্ধমান টাউন হলে আগামী ১০ই জানুয়ারি(২০২৪) জেলা সম্মেলন আছে সেই সম্মেলনকে সামনে রেখে রাজ্য ধান ব্যবসায়ী সমিতির মন্তেশ্বর মালডাঙ্গা জোনের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় ধান ব্যবসায়ী সমিতির হল ঘরে মন্তেশ্বর মালডাঙ্গা জোন এলাকার মন্ডলগ্রাম ,পারহাটি, হাটগাছা, রাইগ্রাম, মধ্যমগ্রাম সহ বিভিন্ন রাইসমিলাদের কাছে ধান ব্যবসায়ীদের ধান দেওয়ার জন্য বছরের শেষে প্রায় ৫০ থেকে ৬০কোটি পাওনা টাকা মন্তেশ্বর মালডাঙ্গা জোনের প্রায় ১৫০ জন ধান ব্যবসায়ী ও চাষীদের পাওনা টাকা কি পদ্ধতিতে মিলাদ দের কাছ থেকে আদায় করা যায় সেই বিষয় ও জেলা সম্মেলনের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং ধান ব্যবসায়ী সমিতির সংগঠনকে চাঙ্গা করার রূপরেখা তৈরি সহ বিভিন্ন বিষয় নিয়ে আজ সকাল 11 টা থেকে বিকাল তিনটা পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মাধ্যমে ব্যবসায়ের সমিতির কর্মকর্তারা আরও বলেন কালী পুজোর পর মিলারদের কাজ থেকে ধান ব্যবসায়ী ও চাষীদের টাকা আদায় না হলে আমরা প্রশাসনকে জানিয়ে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে যাব বলে জানান ধান ব্যবসায়ী সমিতি কর্মকর্তারা।

এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য ধান ব্যবসায়ী সমিতির উপদেষ্টা অরবিন্দ পাঁজা, রাজ্য আহ্বায়ক বিশ্বজিৎ মল্লিক, ধান ব্যবসায়ী সমিতির জেলা সভাপতি পাঁচু গোপাল কোয়ার, মালডাঙ্গা মন্তেশ্বর জোনের ব্যবসায়ী সমিতির সম্পাদক মিলন পাঁজা সহ আরো অনেকে।