অবতক খবর,মালদা:সানু ইসলাম;২৫ ডিসেম্বর: সোমবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1এ ব্লক সম্মেলন ছিলো। এই ব্লক সম্মলনে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি রহিম বক্সি এবং রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন ও ব্লক নেতৃত্বরা।আর এই সম্মলনে একরাশ খুব প্রকাশ করলেন হরিশ্চন্দ্রপুর তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা। তিনি বলেন তৃণমূলের একতা নেই, শুধুই গোষ্ঠীদ্বন্দ্ব,সব থেকে লজ্জার বিষয় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হওয়ার কয়েক মাস কেটে গেলেও এখনো পর্যন্ত বিরোধী দলের নেতা ঘোষণা করতে পারেনি তৃণমূল।জেলা নেতৃত্ব প্রোগ্রামে আসবে, ভাষণ দিবে আর কর্মীদেরকে ভুল বোঝাবো।এমন আর চলবে।নেতৃত্বের উদ্দেশ্যে বলছি, হরিশ্চন্দ্রপুর এ এবং বি ব্লক না করে যদি গোটা ব্লকে একটি সভাপতি না করলে,আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের অবস্থা খুব খারাপ হয়ে যাবে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকে।

এদিন রহিম বক্সি বলেন, দলীয় কনভেনশনে আমাদের চুলচেরা বিশ্লেষণ হয়। এটা কোন বিতর্কিত মন্তব্য নয়, আমরা সবাইকে বলার সুযোগ করে দিচ্ছি ।হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিরোধী দলনেতা হয়নি ,এটা দলের আভ্যন্তরীণ বিষয়। এই নিয়ে আমি মন্তব্য করব না ।তবে দলে থেকে যারা দলের বিরুদ্ধে কাজ করছে যারা,এই বিষয় রাজ্যে নেতৃত্বের কাছে জানাবো, নির্দেশ আসলেই দল থেকে ছেঁটে ফেলা হবে ।