অবতক খবর :: বহরমপুর :: জেলায় রক্তশূন্যতা কমাতে এবার রক্তদান শিবিরের আয়োজন করলো জেলা পুলিশ সুপার নিজেই। শনিবার মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানায়, এসপি কে শবরী রাজকুমার, ডিএসপি জীবনেস রায় সহ রেজিনগর থানার ওসি স্বরূপ বিশ্বাস এর উদ্যোগে থানার ভিতরেও আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের।

সাধারণ মানুষের রক্তের অভাব দূর করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সাবেরী রাজকুমার । লকডাউন এর কারণে ছোট ছোট ক্যাম্পের মাধ্যমে এবার রক্তদান শিবির করা হচ্ছে।

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশমতো প্রতিটি থানাতে রক্তদান শিবিরের আয়োজন করতে বলা হয়েছিল। রক্তের সমস্যা যাতে দেখা না দেয় সেই উদ্দেশ্য নিয়েই এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা যাচ্ছে।









