অবতক খবর,১লা জানুয়ারি: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আসাম মোর ট্রাফিক পয়েন্টে হাইওয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পিকনিকে যাওয়া গাড়ি গুলোকে থামিয়ে সচেতন বার্তা দিলেন হাইওয়ে ট্রাফিক ওসি স্বপন বর্মন, জানা গেছে বছরের শুরুতেই সকলেই আনন্দে মেতে উঠেন আর পিকনিক করতে যান নানান জায়গায় । পিকনিক করতে গিয়ে কোথাও যেন দুর্ঘটনা না ঘটে তারই উদ্দেশ্যে এই সচেতন বার্তা দিলেন। পাশাপাশি হাইওয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পথ চলতি বাইক ও চারচাকা গাড়িগুলোকে থামিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতন বার্তা দিচ্ছেন।