অবতক খবর,২১ জানুয়ারি: জানা গেছে মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধায়নে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া অঞ্চলের দেবীদাসপুর থেকে নিচুডিয়া পর্যন্ত প্রায় ৫.৩ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে।

আর সেই রাস্তায় ব্যাপক দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ তুলেছে সাধারণ মানুষ। যা নিয়ে ইতিপূর্বেও প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।
তা সত্ত্বেও সঠিকভাবে কাজ না করার অভিযোগ উঠলো , এবার প্রতিবাদে কাজ আটকে দিলেন স্থানীয় মানুষ সহ পঞ্চায়েত সদস্যরা। শুধু তাই নয় এখন পর্যন্ত টাঙানো হয়নি কাজের বোর্ড বলেও অভিযোগ।

অন্যদিকে এ ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নবগ্রামের বিধায়ক। সঠিকভাবে কাজ না হলে তা মেনে নেওয়া হবে না, দুর্নীতি হলে নতুন করে কাজ করতে হবেও বলেও জানিয়েছেন তিনি।