অবতক খবর,৯ আগস্ট,বাঁকুড়া:- আজ বাঁকুড়ার লালবাজার থেকে মিছিল করে বাঁকুড়া শহর ঘুরে জেলাশাসকের দফতরের সামনে এসে পুলিশের নিরাপত্তা ভেঙ্গে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করেন বাম ও কংগ্রেসের নেতা কর্মীরা।
পরে আইন ভাঙ্গার দায়ে সকলকে গ্রেফতার করে পরে মুক্তি দেয় পুলিশ।
বিনামূল্যে সকলকে ভ্যাক্সিন, ১০০ দিনের পরিবর্তে ২০০ দিনের কাজ, যাদের মাথার ছাদ নেই তাদের সকলের বাড়ি,গ্যাস,জিনিসপত্রের অত্যধিক মূল্যবৃদ্ধি, পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির পুনর্বিবেচনা,কেন্দ্র ও রাজ্যসরকারের কাছে এমনি ৯ দফা দাবি পেশ করা হয় এদিনের আইন অমান্য আন্দোলনের মধ্য দিয়ে।
এই দাবি না মানা হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন ও বাঁকুড়া জেলা স্তব্ধ করে দেওয়ার হুশিয়ারি দিলেন বাম কংগ্রেস নেতৃত্ব।