অবতক খবর,৬ মার্চ: নৈহাটী বিধানসভার শহর লাগোয়া জেটিয়া পঞ্চায়েতের বিস্তীর্ন অংশের রাস্তা বেহাল দশায় পরিনত। এলাকাজুড়ে একের পর এক ফ্ল্যাট গজিয়ে উঠেছে। কিন্তু চলাচলের পথ সংকীর্ন। স্কুল পড়ুয়া থেকে অসুস্থ মানুষজনকে প্রান হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে।
অভিযোগ সাংসদ থেকে বিধায়ক এবং স্থানীয় পঞ্চায়েত উদাসীন। দেখেও দেখছে না। হালিশহর ষ্টেশন রোডের পূর্ব পারের লেভেল ক্রসিং থেকে জেটিয়ার প্রবেশ পথ বকুলতলা, সেনপাড়া, বড় পুকুর পাড় পর্যন্ত দীর্ঘ রাস্তাটি কয়েক বছর ধরে হাটাচলার অনুপযুক্ত। রাস্তার দুপাশে খোয়া, পাথর ডাই করে রাখা রয়েছে। কিন্তু রাস্তা কবে হবে কারো কাছে সদুত্তর নেই।
যদিও জেটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উজ্জ্বল পাইন বলেন, বাম আমলের থেকে 90 শতাংশ উন্নয়নের কাজ এগিয়েছে। কেন্দ্রীয় সরকারের লাল ফিতের ফাঁসে নাকি কাজ আটকে আছে তবে খুব শীঘ্রই এই কাজ শুরু হবে।
অপরদিকে বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র বলেন লোকসভা নির্বাচনের আগে বর্তমান সাংসদ পার্থ ভৌমিক বলেছিলেন রাস্তা শীঘ্রই হয়ে যাবে কিন্তু দেখা গেল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিধানসভার উপ নির্বাচনও পার করে দিয়েছে।