অবতক খবর,১১ ডিসেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় নৈহাটী বিধানসভার জেটিয়া পঞ্চায়েতের একাধিক রাস্তা। স্কুল ছাত্র-ছাত্রী থেকে অসুস্থ রোগীদের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাফেরা করতে হচ্ছে। বিশেষ করে জেটিয়ার গুরুত্বপূর্ণ বালিভাড়া তেলকল মোড় থেকে হালিশহরের সংযোগকারী দুর্বার ক্লাব পর্যন্ত দীর্ঘ রাস্তাটি ভেঙেচুরে তছনছ। গোটা রাস্তা জুড়ে পাথর উঠে উঠে বিপজ্জনক চেহারা নিয়েছে।

রাস্তার ভয়াবহতা নিয়ে বিজেপি নেতা রূপক মিত্র কটাক্ষ করে বলেন, কাটমানি দিতে দিতে ঠিকাদারের কিছু করার নেই। ওই টাকায় রাস্তা হয়না সুন্দর রাস্তার একটা ছবি আকা যায়। যদিও রাস্তার বেহাল দশা স্বীকার করে নিয়ে জেটিয়া পঞ্চায়েতের উপ প্রধান উর্মিলা মন্ডল বলেন, বালিভাড়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি নতুন করে তৈরি করার উদ্যোগে নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।