অবতক খবর,২৪ জানুয়ারি: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁপাচাকলা পঞ্চায়েতের জেটিয়া থানার পাল্লাদহ শিমুলতলা মথুরাবিল এলাকার গ্রামে নিজেরই ঘরে এক বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে এসিপির নেতৃত্বে জেটিয়া থানার পুলিশ।

বৃদ্ধাকে গলা কেটে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পরিবারের। খুন হওয়া বৃদ্ধার নাম বছর আশির ফুলজান বিবি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য হয়ে ছড়িয়েছে। ঘটনাস্থলে তদন্তে পুলিশের ডেপুটি কমিশনারগণেশ বিশ্বাস।