অবতক খবর,৫ নভেম্বর: শ্রমিক মালিক অসন্তোষের জেরে বারবার বন্ধ হয়ে যায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কলকারখানা। তবে প্রত্যেক বার মিল শ্রমিকদের পাশে থেকে তাদের লড়াই করার সাহস জোগান ব্যারাকপুর কেন্দ্রীয় সাংসদ অর্জুন সিং। বিগত চার মাস ধরে বন্ধ জগদ্দলের এআই চাঁপদানি ফ্লেক্স ইউনিট, তার পাশাপাশি বন্ধ রয়েছে শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলও।আর জগদ্দলের এআই চাপদানি জুট মিলের সামনে বিক্ষোভ দেখান মিল শ্রমিকরা।
গোটা বিষয় নিয়ে একশ্রেণীর মিল মালিক কে কাঠগোড়ায় তুললেন ব্যারাকপুরের সাংসদ। তিনি বলেন, শ্রমিক ইউনিয়নের সাথে চুক্তি হয়ে যাওয়ার পরেও মিল বন্ধ করে রাখছে কর্তৃপক্ষ। এর ফলে শ্রমিকদের ক্ষোভ বাড়ছে তার আচ পড়বে কর্তৃপক্ষের উপর।তবে তিনি খানিক আশঙ্কার সুরে তিনি বলেন, মালিক কর্তৃপক্ষের গাফিলতি জেরেই মাঝে মাঝেই মিল বন্ধ হওয়ার ঘটনা ঘটছে। আমি গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এক ধাপে গিয়ে তিনি আরো বলেন এখন মিল মালিক প্রোমোটারে পরিণত হয়েছে। তারা চায় মাছের তেলে মাছ ভেজে নিতে।