অবতক খবর,৬ নভেম্বর: শ্রমিক স্বার্থে বরাবরই লড়াই করতে দেখা যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং কে। নিজেদের ন্যায্য দাবি দাওয়া থেকে যাতে শ্রমিকরা বঞ্চিত না হয় সেই বিষয়ে সব সময় আন্দোলন করতে দেখা যায় তাকে। আজ শ্রমিকদের স্বার্থে জগদ্দল বিধানসভার অধীনস্থ শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানার সামনে এক গেট সভার আয়োজন করেছিল এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়নের সদস্যরা।

সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা সাংসদ অর্জুন সিং। সেখানে দাঁড়িয়ে তিনি মিল কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাক্টারি ভোট তোমাকে করাতেই হবে ।

না হলে আমরা কারখানা গেটে রোজ রিলে অবস্থান করবো। তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষ কিছু অসাধু চক্রের সাথে হাত মিলিয়ে কারখানা বিক্রি করে দিতে চাইছে। এমন কি তিনি হুশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের স্বার্থে যে ১০ জন শ্রমিক লড়াই করছিলেন কারখানা কর্তৃপক্ষ দুর্গাপুজোর আগেই তাদের গেট থেকে বার করে দিয়েছে। তাদের অবিলম্বে কাজে নিতে হবে।