অবতক খবর,৩ জানুয়ারি: শ্রমিক স্বার্থ ছেড়ে কিছু দালাল মালিক পক্ষের হয়ে কাজ করছে। যার ফলে জুটমিলগুলোতে সমস্যার সৃষ্টি হচ্ছে। এবার শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দালালরাজ, ঠিকাদারিরাজের বিরুদ্ধে সূর চড়ালেন শ্রমিক নেতা তথা ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, স্প্রিং বিভাগের শ্রমিকদের ওপর চাপ বাড়ানোয় গত ২৭ ও ২৮ ডিসেম্বর জগদ্দলের আঙলো ইন্ডিয়া জুটমিলে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল।

পরবর্তীতে জট কাটিয়ে মিল চালু হয়। মঙ্গলবার বিকেলে জগদ্দলের আঙলো ইন্ডিয়া জুটমিল গেটে তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের তরফে আয়োজিত সভায় শ্রমিক নেতা অর্জুন সিং বলেন, দালাল ও ঠিকাদারিরাজ রুখতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়ে সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং বলেন, শ্রমিকদের ওপর কাজের চাপ বাড়ানো যাবে না। অবসরের মুখে থাকা শ্রমিকদের পুরাতন মেশিনে কাজ দিতে হবে। কারন, তারা এত বয়সে হাইটেক মেশিন চালাতে পারবে না। তাছাড়া স্প্রিং বিভাগে শ্রমিকদের জোড়া মেশিনের বদলে সিঙ্গেল মেশিনে কাজ করাতে হবে। সাংসদের দাবি, উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা যেতে পারে।তবে তেল-পানি ও পাট ভালো না হলে মিল ঠিকমতো চলবে না।

উক্ত সভায় এদিন হাজির ছিলেন আঙলো ইন্ডিয়া জুট মিলের জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক অশোক কুমার সিং, বর্ষীয়ান শ্রমিক নেতা ওঙ্কর নাথ সাউ, অজয় রায়, সুরজ কুমার সিং, মহম্মদ সুলতান, বিনয় মন্ডল, রাজু শ্রীবাস্তব প্রমুখ।