বন্দুক, বিপ্লবী লড়াই, কৃষক আন্দোলন দেখা চেনা ছকের বাইরের চিত্রকর তুলিতে যার আগুন ছিল, ৭০ দশকে স্টেন্সিলে আঁকা মাও সে তুং-এর যে ছবিটি দেয়ালে দেয়ালে শোভা পেত তাঁর কারিগর সেই দেবব্রত মুখোপাধ্যায় জন্মেছিলেন বড়দিনের দিন ২৫ ডিসেম্বর,১৯১৮। ৪ ফেব্রুয়ারি ১৯৯১ তিনি আমাদের ছেড়ে চলে যান। তাঁকে শ্রদ্ধা
জীবন শিল্পী /তমাল সাহা
আমি তেভাগা আন্দোলনের
তিন বছর পরে জন্মেছিলাম
কিন্তু আমি তেভাগা দেখেছি
কিভাবে চাষাভুষোরা লড়েছিল
চাষাড়ে মেয়েরা কোন কোন অস্ত্র
হাতে তুলে নিয়েছিল
তা আমি নিজের চোখে দেখেছি
যদিও আমি তেভাগার তিন বছর
পরে জন্মেছি
আমি বলে দিতে পারি
যদিও আমার সব নাম মনে নেই
গাছকোমর বেঁধে চাষিবৌরা
কি ভাবে ধানচারা রুইতো
কি কথা বলতে বলতে চাষি-চাষিবৌ
জোতদারের হাত থেকে ধান সামলাতো
যদিও আমি
তেভাগার তিন বছর পরে জন্মেছি
কিষান হাতে লাঠি তুলে নিলে
তার শারীরিক বিভঙ্গ কি ভাবে
পাল্টে যায়
আবার বর্শা তুলে নিলে
পেশীবহুল কব্জি কি ভাবে
সোমত্ত ডানপিটে হয়েওঠে
তা আমি দেখেছি
যদিও আমি
তেভাগার তিন বছর পরে জন্মেছি
তিরন্দাজ কিষান শরীরটা
নাচিয়ে বুক টান করে
কোমর প্রদেশে নমনীয় বক্রতা
এনে ছিলার টানে তোলে টংকার
আর তিরটি দুর্বার বেগে ছুটে যায়
তা আমি দেখেছি
যদিও আমি
তেভাগার তিন বছর পরে জন্মেছি
আমি দেখেছি
মাটির ক্ষুধার্ত চেহারা
কি ভাবে জয়ঢাক বাজিয়ে
বিদ্রোহের ডাক দিয়েছে রণযোদ্ধারা
আমি দেখেছি তাদের প্রতিরোধী অবয়ব
যদিও আমি
তেভাগার তিন বছর পরে জন্মেছি
অ আ ক খ বর্ণমালা
আমি শিখেছি তার কাছ থেকে
অ-য়ে অস্ত্র
আ-য়ে আন্দোলন
ক-য়ে কিষান
খ-য়ে খেত
তিনি আমার জন্য রেখে গিয়েছিলেন
এইসব অনুষঙ্গ
তিনি একজন আঁকিয়ে
আমি এইসব দেখেছি তার
তুলির টানের দুরন্ত গতিতে
আর আঁচড়ের তীব্রতায়
আমার চোখে স্পষ্ট হয়ে উঠেছে কালের ইতিহাস ও ভূগোল
আমি তেভাগার সংগ্রাম দেখেছি
যদিও আমি তেভাগার তিন বছর পরে জন্মেছি